আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি পোস্ট এ স্বাগতম! আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলব আজকের পোস্টে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদনের তারিখ ভর্তি পরীক্ষায় কি সিলেবাস থাকবে কোন ইউনিটের কোন দিন পরীক্ষা হবে সবকিছু নিয়ে আলোচনা করা হবে।

CU Admission 2023 Details


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্র-ছাত্রীদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।  ১৮ ই নভেম্বর ১৯৬৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্রগ্রামের হাটহাজারী উপজেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যা ১৭৫৪ একর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৩ টি ডিপার্টমেন্ট এবং একটি গবেষণা কেন্দ্র রয়েছে।




চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ২০২২-২৩

Download Circular : https://t.me/MATGST/4870

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবেদন তারিখ (২০২২-২৩)

✔️আবেদন শুরুঃ ৩০ মার্চ
✔️আবেদন শেষঃ ১২ এপ্রিল

💸 আবেদন ফিঃ ৯৫০টাকা

💰 আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখঃ ১৪ এপ্রিল

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার তারিখ (২০২২-২৩)

A Unit- ১৬ মে ও ১৭ মে
B Unit- ১৮ মে ও ১৯ মে
C Unit- ২০ মে ও ২১ মে
D Unit- ২২ মে ও ২৩ মে
B1 Unit- ২৪ মে
D1 Unit- ২৫ মে

ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা

☑️ এ ইউনিটঃ আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৮.২৫। গত বছর ছিল ৮.০০। মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চমাধ্যমিকে ৪ থাকতে হবে।

🔰 ইউনিটভিত্তিক যোগ্যতা ও আসন –

☑️ ‘এ’ ইউনিটঃ এর অধীনে রয়েছে চারটি অনুষদ।আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (চতুর্থ বিষয়সহ) মিলিয়ে মোট জিপিএ ৮.২৫। গত বছর ছিল ৮.০০। মাধ্যমিকে ন্যূনতম ৪ ও উচ্চমাধ্যমিকে ৪ থাকতে হবে।

☑️ কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটঃ উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সব গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে চতুর্থ বিষয়সহ মোট জিপিএ ৭.৫০। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ লাগবে ৮.০০। ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যও লাগবে জিপিএ ৮.০০।

☑️ সি ইউনিটঃ আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৮.০০। এখানে বিভাগ রয়েছে ছয়টি।

☑️ ডি ইউনিটঃ আবেদনের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ-ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে গুনতে হবে মোট ৯৫০ টাকা, যা গত বছর ছিল ৮৫০ টাকা।

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের সিলেবাস

( নাম্বার / মানবন্টন )
চবি এ ইউনিট মানবন্টন

বাংলা — ১০ নম্বর।

ইংরেজি — ১৫ নম্বর।

গনিত — ২৫ নম্বর।

রসায়ন — ২৫ নম্বর।

পদার্থ — ২৫ নম্বর।

জীববিজ্ঞান — ২৫ নম্বর।

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা এই ৪টি বিষয়ের মধ্যে যে কোন ৩টি বিষয়ের উত্তর দিলেই হবে।

বি ইউনিট মানবন্টন

বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি – ৩৫ নম্বর।

ইংরেজি — ৩৫ নম্বর।

সাধারণ জ্ঞান — ৩০ নম্বর।

বি-১ ইউনিট মানবন্টন

বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি — ৩৫ নম্বর।

ইংরেজি — ৩৫ নম্বর

সাধারণ জ্ঞান — ৩০ নম্বর

সি ইউনিট মানবন্টন

ইংরেজি — ৩০ নম্বর।

হিসাববিজ্ঞান — ৩৫ নম্বর।

ব্যবসায় নীতি ও প্রয়োগ — ৩৫ নম্বর।

ডি ইউনিট মানবন্টন

বাংলা কিংবা ঐচ্ছিক ইংরেজি — ৩০ নম্বর।

ইংরেজি — ৩০ নম্বর।

সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি — ২০ নম্বর।

বিশ্লেষণ দক্ষতা — ২০ নম্বর।

ডি-১ ইউনিট মানবন্টন

বাংলা বা ঐচ্ছিক ইংরেজি — ৩৫ নম্বর।

ইংরেজি — ৩০ নম্বর।

সাধারণ জ্ঞান — ৩৫ নম্বর।


➖ পরীক্ষা বিষয়ক কিছু তথ্য –

🗺️ পরীক্ষার স্থানঃ চবি ক‍্যাম্পাস

🔜 পরীক্ষা দিতে পারবেঃ
      SSC ব‍্যাচ 2019 & 2020
      HSC ব‍্যাচ 2021 & 2022

🔜 প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে হবে।

🔜 জিপিএর ভিত্তিতে ২০ নম্বর থাকবে।

🔜 বহুনির্বাচনী পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

🔜 পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

Tags: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা, চবি মানবন্টন ২০২৩, চবি সার্কুলার ২০২৩,চবি পরিক্ষার তারিখ, চবি আবেদন সময়,CU Circular 2023,CU Admission Marks Distribution, CU Application Date 2023, CU Payment Date


Post a Comment

Previous Post Next Post