আসসালামুয়ালাইকুম। সবাইকে নতুন একটি পোস্টে স্বাগতম। বর্তমানে এসএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষা চলছে। আগামী কয়েকদিন পরে ইংরেজি প্রথম পত্রের পরিক্ষা হবে। এইবার এসএসসি পরীক্ষা পুরো সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা এবার কম পড়েই পরীক্ষা দিতে পারবে। যেটা শিক্ষার্থীদের জন্য খুব ভালো হয়েছে। প্রতিবারের মতো এবারও সারা বাংলাদেশে একই রুটিনে পরীক্ষা হচ্ছে। খুব তাড়াতাড়ি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়ে যাবে । তারপর শুরু হবে ইংরেজি পরিক্ষার পালা।
আজকের পোস্টে আমরা সম্পন্ন সাজেশন দেওয়ার চেষ্টা করব। ইংরেজি মোট একশ নাম্বারের পরীক্ষা হবে যার মধ্যে সবচেয়ে ৪০ Reading Parts এবং ৬০ হচ্ছে Writing Parts । রিডিং পাট থেকে আসবে সিন এবং আনসিন প্যাসেজ। আর রাইটিং পার্ট এ থাকবে প্যারাগ্রাফ, ইমেল ডায়ালগ এবং স্টোরি।
🔥 Read Now: SSC English 2nd Paper Suggestion 2024
English 1st Paper Suggestion For All Board
আজকে সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই ছোট। সাজেশন এর অংশ গুলো খুব ভালোভাবে শেষ করলে আপনাদের পরিক্ষায় অনেক কিছুই কমন পড়বে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবেন সাজেশন এর অংশগুলো খুব ভালোভাবে পড়ে যেতে। পরীক্ষায় কেন্দ্রে যাওয়ার আগে ১ বার রিভাইস করে নিবেন। রাইটিং পার্টের অংশগুলো এখন কারো যদি মুখস্ত করা না থাকে তাহলে সেগুলো এখন আর মুখস্ত করার দরকার নেই শুধু কয়েকবার রিডিং পড়ে নেবেন।
SSC English 1st Paper Question 2024
ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন আশা করা যায় অনেক ভালো এবং সহজ হবে। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। মোট মার্ক থাকবে ১০০। রিডিং পার্ট গুলো ভালোভাবে পড়ে দেখে শুনে উত্তর করা লাগবে রাইটিং পাটগুলা যাদের মুখস্থ আছে তারা তো সরাসরি লিখে ফেলতে পারবে আর যাদের মুখস্থ নেই তারা একটু চিন্তা করে লিখতে হবে।
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ কুমিল্লা বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ যশোর বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ রাজশাহী বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ ঢাকা বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ সিলেট বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ ময়মনসিংহ বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ চট্টগ্রাম বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ বরিশাল বোর্ড
ইংরেজি ১ম পত্র সাজেশন ২০২৪ দিনাজপুর বোর্ড
SSC 2024 English 1st Paper Suggestion
Reading Parts
Seen Passage:
Dreams
Nature And Environment
Roots
Unseen Passage:
Corona Virus
FIFA World Cup 2022
Writing Parts
Paragraph :
Tree Plantation
A Rainy Day
A School Magazine
A Tea Stall
Book Fair
Completing Story :
A Friend in Need is a Friend Indeed
Grasp All Loss All
Honesty Is The Best Policy
Unity Is Strength
E-mail :
Inviting friend in a marriage ceremony
Congratulations on brilliant result / preparation for ssc exam
importance of reading newspaper / english language
thanks for hospitality / condolence to friend father death
Dialogue :
disscuss about corona virus
Use & misuse of social network
Hobby / benefit of early rising
how to do well in the examination
আশা করা যায় ইংরেজি প্রথম পত্রের জন্য এই সাজেশন টুকে যথেষ্ট হবে। যারা ইংরেজিতে একদম কোন কিছুই পারেন না বা পড়েননি তারা আজকে রাতে এই অংশটুকু যদি শেষ করতে পারেন তাহলে অন্তত পাস করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।
Post a Comment