ওয়ালাইকুম সবাই কেমন আছেন। আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রের সাজেশন ২০২৩। সম্প্রীতি শুরু হওয়া এসএসসি পরীক্ষা ২০২৩ এর তিনটি পরীক্ষা শেষ হয়ে গেছে। আগামী পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। যে কোন পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই সাজেশন ফলো করতে হয়। যারা কম সময় ভালো পিপারেশন নিতে চান তারা অবশ্যই সাজেশন ফলো করবেন। Ssc English 2nd Paper suggestion 2023
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ কুমিল্লা বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ বরিশাল বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ ঢাকা বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ সিলেট বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ রাজশাহী বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ খুলনা বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ ময়মনসিংহ বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ রংপুর বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ সকল বোর্ড।
এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ দিনাজপুর বোর্ড।
ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে আগামী সাতই মে ২০২৩ তারিখে। সকাল দশটা থেকে পরীক্ষাটি শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলবে। পরীক্ষার এখনো চারদিন সময় আছে। তাই যারা এ চার দিনের খুব ভালো পিপারেশন নিতে চান তারা এই সাজেশন নিয়ে ফলো করতে পারেন। তবে যারা প্রথম থেকেই সে একবারে সব পড়ালেখা করেছেন তাদের এই সাজেশন ফলো না করলেও চলবে।
আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনে আমরা গুরুত্বপূর্ণ সকল জিনিস তুলে ধরেছি। গ্রামার পার্টের জন্য কি কি ইম্পরট্যান্ট তাও আমরা এখানে দিয়ে দেব। এছাড়া কম্পোজিশন পার্টের জন্য রয়েছে এক্সক্লুসিভ সাজেশন। যারা সারা বছর তেমন একটা পয়েন্ট নিয়ে প্রিপারেশন কম তারা এই সাজেশনটি ১০০% ফলো করবেন অবশ্যই।
প্রথমেই আমি আপনাদেরকে একটা আমার পার্টের অংশগুলো দিচ্ছি। পিকচারগুলো আপনারা ডাউনলোড করে সমাধান করে নেবেন। ইংরেজি গ্রামার পার্টে মোট ৬০ নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই পুরো ৬০ নম্বরের জন্যই আমি সাজেশন দিয়ে দিলাম।
Ssc English 2nd Paper suggestion 2023
এখন আসি কম্পোজিশন পার্টের সাজেশন নিয়ে। এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে কম্পোজিশন পার্টেম্বর 40 নাম্বারের প্রশ্ন হয়ে থাকে। আপনি যদি সঠিকভাবে কম্পোজিশন পার্টগুলো লিখতে পারেন তাহলে আপনি ৪০ এ অনায়াসে ৩৫ পেয়ে যাবেন। এজন্য আপনাকে ভালোভাবে কম্পোজিশন পার্টটা মুখস্ত করে রাখতে হবে। নিচে কম্পোজিশন পার্টের জন্য শর্ট সাজেশন দিয়ে দিলাম। আশা করি এগুলো থেকে অনেক কিছুই কমন পড়বে।
curriculum Vita /Cv
প্রথমে আসি কারিকুলাম ভাইটা সাজেশন নিয়ে। আপনারা সিভি লেখার জন্য একটা ফরমেট লিখে নেবেন। তাহলে একটা ফরম্যাট ব্যবহার করে আপনার সবগুলো সিবি শিখে নিতে পারবেন। এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ২০২৩ এর জন্য জে গুলো বেশি ইম্পরটেন্ট সেগুলো আমি নিচে দিয়ে দিলাম।
CV Writing(12)
1. For the post of Marketing Manager
2. For the post of English Teacher
3. For the post of salesman
4. Post of Medical Representative
5. Post of computer operator
6. For the post of Area Manager
7. Post of Library Assistant.
Formal letter/Application
আপনারা সবাই জানেন এপ্লিকেশন লেখার জন্য একটি নির্দিষ্ট সিস্টেম আছে। একটাই অ্যাপ্লিকেশন ফরমেট শিখে গেলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আমি গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশনের নাম দিয়ে দিলাম আপনারা এগুলো শিখে নেবেন। আশা করি এখান থেকে এসএসসি পরীক্ষায় কখন আসবে।
Formal letter/Application(13)
1. Prayer for seat in a school hostel
2. For opening a debating club
3. Prayer for relief flood affected people
4. Prayer for go on a study tour
5. For setting up a computer club
6. Setting up a canteen
7. For increasing common room facilities
8. Prayer for a testimonial
Paragraph
এসএসসি ইংরেজি প্রথম পত্রের মত ইংরেজি দ্বিতীয় পত্র প্যারাগ্রাফ লিখতে হয়। এইজন্য আপনারা ইংরেজি প্রথম পত্রের সাথে যদি ইংরেজি দ্বিতীয় পত্র প্যারাগ্রাফ বলে একসাথে পড়ে নেন তাহলে অনেক সুবিধা হয়। পরীক্ষা আসতে পারে এমন ইম্পরট্যান্ট কিছু প্যারাগ্রাফ এর লিস্ট নিচে দিয়ে দিলাম।
Paragraph writing(14)
1. A Tee Stall
2. A Rickshaw Puller
3. Traffic jam
4.The life of a farmer
5. A street accident
6. A day laborer
7. A Rainy Day
8. A Moonlit Night
9. Early Rising
10. A book fair
Composition
ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে বেশি নাম্বার যে প্রশ্নটায় এটা হল কম্পোজিশন। তাই আপনাকে ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো করতে হলে অবশ্যই কম্পোজিশন ভালো করে শিখতে হবে। এবং পরীক্ষা সেই কম্পোজিশনটা ভালো করে লিখতে হবে। নিচে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কম্পোজিশনের নাম দিয়ে দিলাম যেগুলো এবারের এসএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি।
Short Composition(15)
1. Modern science
2. Student life
3. Wonder of modern science
4. Newspaper
5. The game I like most
6. Duties of a student
7. Population problem in Bangladesh
8. The season I like most
9. Your Childhood Memories
10. Computer
তো আপনারা পেয়ে গেলেন Ssc English 2nd Paper suggestion 2023। আশা করি এই সাজেশনটি ফলো করলে আপনারা অনেক উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তী পরীক্ষার সাজেশন গুলো দিয়ে দিব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সাজেশনটি ফলো করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো বিষয় এর সাজেশন নিয়ে।
Our another website: Liveiptvs.com
Post a Comment