আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন।  আজকে আপনাদের সাথে শেয়ার করব এসএসসি গণিত পরীক্ষার সাজেশন ২০২৩. আপনারা সবাই জানেন গত ৩০শে এপ্রিল শুরু হয়েছে দাখিল এবং  এসএসসি পরীক্ষা ২০২৩। দাখিল গণিত পরীক্ষা হবে আগামী ৭ই মে ২০২৩।
অন্যদিকে এসএসসি গণিত পরীক্ষা হবে ৯ই মে ২০২৩. আজকে দাখিল এবং এসএসসি গণিত সাজেশন দিয়ে দিব.  সেই সাথে এসএসসি গনিত  শর্ট সিলেবাস এবং দাখিল শর্ট সিলেবাস ২০২৩ দিয়ে দিব। 

Ssc math short suggestion 2023


এসএসসি গণিত শর্ট সিলেবাস

এসএসসি গনিত শর্ট সিলেবাসে এবার নয়টি অধ্যায় দেওয়া হয়েছে।  শুধুমাত্র এই নয়টি অধ্যায় থেকে প্রশ্ন করা হবে।  শর্ট সিলেবাসের অধ্যায় গুলো হল :
দ্বিতীয় অধ্যায়
তৃতীয় অধ্যায়
চতুর্থ অধ্যায়
সপ্তম অধ্যায়
অষ্টমধ্যায়
নবম অধ্যায়
ত্রয়োদাশ অধ্যায়
ষোড়শ অধ্যায়
সপ্তদশ  অধ্যায়

Ssc Mathematics Short Syllabus 2023 pdf Download

Ssc math short syllabus


https://www.docdroid.net/file/download/EYQTDLj/5-ssc-math-2023-pdf.pdf

এসএসসি ইংরেজি ২য় পত্র সাজেশন ২০২৩ সকল বোর্ড।

দাখিল শর্ট সিলেবাস

দাখিল সব বিষয়ে সব সিলেবাস প্রকাশ করেছে অনেক আগে।  আগামী সাত তারিখে যেহেতু গণিত পরীক্ষা তাই গণিত বিষয় নিয়ে আলোচনা করব।  এসএসসি শর্ট সিলেবাস এর মতো দাখিল সিলেবাসে এই নয়টি অধ্যায় যুক্ত করা হয়েছে।  আপনারা যারা পরীক্ষা দিবেন তারা এই নয়টি হতে ভালো করে পড়বেন।   নিচে দাখিল সকল বিষয়ের  শর্ট সিলেবাস দেওয়া হল।

Dakhil Short syllabus  2023 Pdf Download

Dakhil short syllabus 2023


http://www.bmeb.gov.bd/sites/default/files/files/bmeb.portal.gov.bd/notices/bce876da_8f37_4c4f_ae09_d72f70d5e2f5/Dakhil%20Revised%20Syllabus_2023%20with%20notice.pdf

দাখিল এবং এসএসসি গণিত পরীক্ষার সাজেশন ২০২৩

দাখিল দশম শ্রেণী এবং এসএসসি দশম শ্রেণীর সিলেবাস  যেহেতু একই, তাই তাদের প্রশ্ন কাঠামোটাও একই রকম হবে।  আপনি দাখিল অথবা এসএসসি পরীক্ষার্থী যাই হন না কেন, একই প্রশ্ন কাঠামো আপনাকে অনুসরণ করতে হবে।  সৃজনশীল অংশের জন্য মোট 70 নাম্বার বরাদ্দ থাকবে।  যার মধ্যে ১১টি সৃজনশীল থাকবে আপনাকে সাতটি সৃজনশীল  প্রশ্ন উত্তর দিতে হবে।
অন্যদিকে বহুনির্বাচনি অংশের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে।  বহুনির্বাচনি  অংশ মোট 30 টি প্রশ্ন থাকবে আপনাকে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।   নিচে দাখিল এবং এসএসসি গণিত পরীক্ষা সাজেশন দেওয়া হলো :

ত্রয়োদশ অধ্যায়: (সসীম ধারা)
অনুশীলনী ১৩.১ :
প্রশ্ন ৮
১৫,
১৬,
২১,
২৩
এবং
  উদা- ৩ ও ৫
 
অনুশীলনী ১৩.২ :
প্রশ্ন  ৮,
৯,
১১,
১৫,
২১,
  ২৩।

তৃতীয় অধ্যায়: (বীজগাণিতিক রাশি)
অনুশীলনী ৩.১ :
প্রশ্ন ৮,
৯,
১০,
১৪,
১৫,
এবং
উদা- ৭,
১০
অনুশীলনী ৩.২ :
প্রশ্ন ৪,
৭,
১৩,
১৫,
১৬,
এবং উদা- ১৬,
১৭

অনুশীলনী ৩.৩ :
প্রশ্ন ৫,
৬,
১৮,
২১,
২৫

অনুশীলনী ৩.৫ :
প্রশ্ন  ১৪,
১৭,
২৩,
৩২,
এবং
উদা- ৪২

সপ্তদশ অধ্যায়: (পরিসংখ্যান)

অনুশীলনী ১৭ :
প্রশ্ন ১০,
১২,
১৪,
১৫
এবং
উদা- ৪,
  ৬,
  ৭

চতুর্থ অধ্যায়: (সূচক ও লগারিদম)
অনুশীলনী ৪.১ :
প্রশ্ন ৪,
৬,
৮,
১৫,
১৬,
১৮,
এবং 
উদা-৪

অনুশীলনী ৪.২ :
প্রশ্ন  ১,
৪,
এবং
উদা- ৬,
১০।

ষোড়শ অধ্যায়: (পরিমিতি)
অনুশীলনী ১৬.১ :
প্রশ্ন  ৫,
৬।
অনুশীলনী ১৬.২ :
প্রশ্ন  ৩,
৫,
১০,
১৩
এবং
উদা-  ১৬

অনুশীলনী ১৬.৩ :
প্রশ্ন ২,
৫,

এবং উদা- ২৭

অনুশীলনী ১৬.৪ :
প্রশ্ন ১১,
১৯
এবং
উদা- ৩২

অষ্টম অধ্যায়: (বৃত্ত)
অনুশীলনী ৮.১ :
প্রশ্ন ৩,
৪,
৬,
৮,
১২

অনুশীলনী ৮.২ :
প্রশ্ন ৩,
৪,

অনুশীলনী ৮.৫ :
প্রশ্ন  ১১,
১৩,
১৫,
১৬

উপপাদ্য ১৫ (১৩১ পৃষ্ঠার উদাহরণ ১),
১৭,
১৮,
২২,
এবং ২৩

সপ্তম অধ্যায়: (ব্যবহারিক জ্যামিতি)
অনুশীলনী ৭.১ :
প্রশ্ন ৬

অনুশীলনী ৭.২ :
প্রশ্ন ১৫,
১৬

সম্পাদ্য ১,
২,
৩,
৫,
৭,
৯,
১১
এবং
উদা-২,

You May Like


নবম অধ্যায়: (ত্রিকোণোমিতিক অনুপাত)
অনুশীলনী ৯.১ :
প্রশ্ন  ৫,
১১,
১৭,
২১,
এবং
উদা- ১০,
১১

অনুশীলনী ৯.২ :
প্রশ্ন ২০,
২৪,
  ২৬,
  ২৯,
  এবং
  উদা- ১৪

দ্বিতীয় অধ্যায়: (সেট ও ফাংশন)
অনুশীলনী ২.১ :
প্রশ্ন ১,
৬,
৭,
১০
১১,
এবং
উদা- ১৫

অনুশীলনী ২.২ :
প্রশ্ন ১০,
১১,
১৩,
  ১৫,
১৮,
২১,
২৩।

দাখিল এবং এসএসসি গণিত সৃজনশীল মডেল প্রশ্ন

দাখিল এবং এসএসসি পরীক্ষা আসতে পারে এমন কিছু সৃজনশীল মডেল প্রশ্ন নিচে দেওয়া হল।  এগুলা প্র্যাকটিস করলে আপনারা সহজে বুঝতে পারবেন এসএসসি এবং দাখিল পরীক্ষার  প্রশ্নগুলো কেমন হবে।  আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নিবেন বাড়িতে। সাথে সাথে প্রশ্নগুলো সবার জন্য দিয়ে দেওয়া হবে।

Ssc math cq question

 
Ssc math cq question



Ssc math cq question


Ssc math cq question

Ssc math cq question


এসএসসি গণিত মডেল টেস্ট 2023

যেকোনো পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই সে বিষয়ে অনেক বেশি প্র্যাকটিস করা লাগে।  এর জন্য মডেল টেস্টের কোন বিকল্প নেই।  যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিবেন তারা অবশ্যই  বেশি বেশি মডেল টেস্ট সলভ করবেন।  সামনে যেহেতু গণিত পরীক্ষা আপনারা বেশি করে গণিত মডেল টেস্ট সলভ করবেন।  আপনাদের সুবিধার জন্য আমি নিচে কিছু গনিত মডেল টেস্ট দিয়ে দিলাম।  আপনারা এগুলো সমাধান করে নিবেন।

Ssc math Model test

Ssc math Model test

Ssc math Model test

Ssc math Model test

Ssc math Model test


Ssc math Model test


আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।  আশা করি গণিত পরীক্ষায় আপনাদের অনেক সহায় ভাবে পোস্টটি।  কারণ আপনারা যদি এই সাজেশন ফলো করেন অবশ্যই আপনাদের কমন আসবে ইনশাল্লাহ।  আর পরীক্ষা কখন আসলে আশা করি আপনারা সবগুলো লিখতে পারবেন এবং ভালো রেজাল্ট করতে পারবেন।  আপনাদের যদি অন্য কোন বিষয়ে সাজেশন  লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।  সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সাজেশনটি ফলো করার জন্য.



Post a Comment

Previous Post Next Post