আসসালামালাইকুম। সবাইকে নতুন আরেকটি পোস্টে স্বাগতম। আগামী মার্চ ২০২৪ এসএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদার্থবিজ্ঞান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং মোটামুটি কঠিন একটি বিষয়। ইতিমধ্যেই পদার্থ বিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছিল। এই পোস্টে আমি এসএসসি পদার্থবিজ্ঞান ২০২৪ সংক্ষিপ্ত সিলেবাস এর সাজেশন দিব।

Ssc physics suggestion 2023


পদার্থবিজ্ঞান বিজ্ঞানের অন্যতম একটি বিষয়। আমাদের দৈনন্দিন জীবনে পদার্থ বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। পদার্থ বিজ্ঞান আমাদের জীবনকে প্রভাবিত করছে পদার্থবিজ্ঞানের সাহায্যে আমরা যে কোন (দূরত্ব ত্বরণ সরণ উচ্চতা প্রাবল্য চাপ ঘনমাত্রা ক্ষেত্রফল) কিছু বের করতে পারি। কোন বস্তু পানিতে ডুবে যাবি নাকি ভাসবে সেটা আমরা পদার্থবিজ্ঞানের সাহায্যে বলে দিতে পারি। একটি বস্তুকে কত জোড়ে আঘাত করলে কত দূরে যাবে সেটাও আমরা পদার্থবিজ্ঞানের সাহায্যে বলতে পারি। 


এবারের এসএসসি পরিক্ষার সকল বিষয়ের প্রশ্ন কিংবা সাজেশন পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের সাজেশন গুলো এসএসসি সকল বোর্ড এর জন্য উপযোগী হয়ে থাকে। সাজেশন থেকে ১০০% কমন পড়বে বিষয় টা এমন নাহ। আমরা সাজেশন এ এমন টাইপের প্রশ্ন দিয়ে থাকি যাতে একই টাইপের অন্য অংক আসলে আপনারা সহজে করতে পারেন।

SSC 2024 Physics Short Syllabus

এসএসসি ব্যাচ ২০২৪ এর পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস আগেই প্রকাশিত হয়েছিল। সংক্ষিপ্ত সিলেবাসে মোট ৮টি অধ্যায় রয়েছে। আবার এই আটটি অধ্যায় থেকে পাঁচটি অধ্যায় আছে খুবই গুরুত্বপূর্ণ। এই পাঁচটি অধ্যায় খুব ভালোভাবে পড়লে আশা করা যায় পরিক্ষায় ১০০ মার্কস এর আনসার করা যাবে। নিচে গুরুত্বপূর্ণ পাঁচটি অধ্যায়ের পাশে স্টার চিহ্ন দেওয়া হল।

🔥 Read Now: রবি এয়ারটেল জিপি সিমে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আনলিমিটেড 

১ম অধ্যায়ঃ ভৌত রাশি এবং পরিমাপ
২য় অধ্যায়ঃ গতি ★
৩য় অধ্যায়ঃ বল ★
৪র্থ অধ্যায়ঃ কাজ ক্ষমতা ও শক্তি ★
৫ম অধ্যায়ঃ পদার্থের অবস্থা ও চাপ
৭ম অধ্যায়ঃ তরঙ্গ ও শব্দ ★
৮ম অধ্যায়ঃ আলোর প্রতিফলন
১১তম অধ্যায়ঃ চল বিদ্যুৎ ★

SSC Physics Question 2024

পদার্থ বিজ্ঞানের প্রশ্নটি আগামী মার্চ  ২০২৪ দেওয়া হবে । আজকের পোস্টে আমি পদার্থবিজ্ঞানের জন্য যে সাজেশন গুলো দেব এসব সাজেশন গুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় ৭০ থেকে ৬০% মোটামুটি একদম কমন চলে আসবে বাকি ২০ থেকে ৩০% কমন পাওয়ার জন্য বইয়ের সূত্র গুলো ভালোভাবে মুখস্ত করে রাখতে হবে।

SSC Physics Suggestion 2024

বহুনির্বাচনি প্রশ্ন

গুরুত্বপূর্ণ অধ্যায়:-

১ম অধ্যায়ঃ ভৌত রাশি এবং পরিমাপ ★
২য় অধ্যায়ঃ গতি ★★★
৩য় অধ্যায়ঃ বল ★★
৪র্থ অধ্যায়ঃ কাজ ক্ষমতা ও শক্তি ★★★
৫ম অধ্যায়ঃ পদার্থের অবস্থা ও চাপ ★★
৭ম অধ্যায়ঃ তরঙ্গ ও শব্দ ★★
৮ম অধ্যায়ঃ আলোর প্রতিফলন ★
১১তম অধ্যায়ঃ চল বিদ্যুৎ ★★★

সৃজনশীল প্রশ্নের অধ্যায়:-

৪র্থ অধ্যায়ঃ কাজ ক্ষমতা ও শক্তি ★★★ (২ টা)
২য় অধ্যায়ঃ গতি ★★★ (২ টা)
১১তম অধ্যায়ঃ চল বিদ্যুৎ ★★★(২ টা)
৩য় অধ্যায়ঃ বল ★★ (১ টা)
৫ম অধ্যায়ঃ পদার্থের অবস্থা ও চাপ ★★(১ টা)
বাকি অধ্যায় গুলো থেকে তেমন বেশি কমন আসবে নাহ আশা করি।

পদার্থবিজ্ঞান সৃজনশীল প্রশ্ন এসএসসি ২০২৪ সাজেশন ঃ-

SSC Physics Model Question 2024 নিচে দেওয়া হলো। তাছাড়াও এস এস সি পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন pdf আপনারা পেতে চাইলে এই পোস্ট টি সম্পূর্ণ পড়তে থাকুন।

গতি সৃজনশীল প্রশ্ন




বল সৃজনশীল প্রশ্ন




কাজ শক্তি ও ক্ষমতা সৃজনশীল প্রশ্ন





পদার্থের অবস্থা ও চাপ সৃজনশীল প্রশ্ন



তরঙ্গ ও শব্দ সৃজনশীল প্রশ্ন




আলোর প্রতিফলন সৃজনশীল প্রশ্ন



চল তড়িৎ সৃজনশীল প্রশ্ন




ধন্যবাদ <3

Post a Comment

Previous Post Next Post