আসসালামু আলাইকুম  সবাইকে নতুন একটি পোস্টে স্বাগতম। আজকের পোস্টে আমরা এসএসসি ২০২৪ ব্যাচের বাংলা ১ম পত্রের সাজেশন নিয়ে কথা বলব। এবারের এসএসসি ২০২৪ সালের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের কারণে কয়েক বছর  সিলেবাস সংক্ষিপ্ত করা হলেও এবার সিলেবাস সংক্ষিপ্ত করা হচ্ছে না। 


ssc bangla 1st paper suggestion 2024



SSC 2024 Bangla 1st Paper Suggestion All Board

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন ঢাকা বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন কুমিল্লা বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন চট্রগ্রাম বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন সিলেট বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন রাজশাহী বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন যশোর বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন ময়মনসিংহ বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন দিনাজপুর বোর্ড

এস এস সি বাংলা ১ম পত্র ২০২৪ সাজেশন বরিশাল বোর্ড



বাংলা ১ম পত্র গদ্য সাজেশন ২০২৪

সুভা ★★★
বইপড়া ★★★
উপেক্ষিত শক্তির  উদ্ভোদন ★★
শিক্ষা ও মমনুষ্যত্ব ★★
মমতাদি ★★★
একাত্তরের দিনগুলি ★★★★★

বাংলা ১ম পত্র পদ্য সাজেশন ২০২৪

কপেতাক্ষ নদ ★★
মানুষ ★★★★
রানার ★★
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ★★★
আমার পরিচয় ★★

বাংলা ১ম পত্র নাটক / উপন্যাস সাজেশন ২০২৪


কাকতাড়ুয়া ★★
বহীপির ★★★

বাংলা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন

CQ-1:
দশম শ্রেণির শিক্ষার্থী সৌমিকের পত্রিকার সাহিত্যের পাতাগুলোর প্রতি আগ্রহ বেশি। মামার সাথে বইমেলায় গিয়ে অবসরকালীন বিনোদনের জন্য সে কয়েকটি বই কিনে নেয়। মামা তাকে বলেন, জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হলে বই পড়ার বিকল্প নেই। সৌমিকের বই পড়ার আগ্রহ দেখে মামা তাকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরিতে ভর্তি করে দেন।

ক. সুশিক্ষিত লোক মাত্রই কী? ১

খ. মনের হাসপাতাল বলতে কী বোঝায়? ২

গ. উদ্দীপকের মূলভাব ‘বই পড়া’ প্রবন্ধের কোন দিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো। ৩

ঘ. ‘উদ্দীপকটির মূলভাব মূলত ‘বই পড়া’ প্রবন্ধের মূলভাবের অংশবিশেষকে প্রস্ফুটিত করে।”- বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। ৪
CQ-2:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা পশ্চাৎপদ জনগোষ্ঠী তথা কৃষ্ণাঙ্গদের নিয়ে অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। সে দেশের জনসংখ্যার অনুপাত কৃষ্ণাঙ্গ ৮৪%, শ্বেতাঙ্গ ১৬%। এই ক্ষুদ্র জনগোষ্ঠী শ্বেতাঙ্গরাই দেশটিকে তিন শতাধিক বছর শাসন করে। রাজশক্তির বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা আন্দোলনের নেতৃত্ব দেন। এজন্য তাঁকে প্রায় ২৮ বছর জেল খাটতে হয়। দমে যাননি ম্যান্ডেলা, সার্থক তাঁর জীবন সংগ্রাম।

ক. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’-এ প্রবন্ধকারের কোন মানসিকতা ফুটে উঠেছে? ১

খ. আমাদের এত অধঃপতনের কারণ ব্যাখ্যা করো। ২

গ. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের ভদ্র সম্প্রদায়ের সাথে উদ্দীপকের শ্বেতাঙ্গদের মানসিকতার সাদৃশ্য দেখাও। ৩

ঘ. কৃষ্ণাঙ্গদের নেতা ম্যান্ডেলা এবং ছোটলোকদের নেতা মহাত্মা গান্ধী যেন এক ও অভিন্ন- মূল্যায়ন করো। ৪

CQ-3:
শেফালী ও মারুফা দুজনেই হাসপাতালের সেবিকা। শেফালী ছোটবেলার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তার অর্জিত বেতনের টাকা দিয়ে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি চিকিৎসা সেবাকেন্দ্র স্থাপন করেন। আর মারুফা অনেক বড়লোক হওয়ার স্বপ্ন দেখে এবং হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দকৃত চিকিৎসার ওষুধ বাইরে বিক্রি করে অর্থ আয় করে।

ক. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? ১

খ. “কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু?” এখানে “কারারুদ্ধ” বলতে কী বোঝানো হয়েছে? ২

গ. উদ্দীপকের শেফালী চরিত্রে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো। ৩

ঘ. উদ্দীপকে মারুফার মানসিক পরিবর্তনে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক কী পরামর্শ দিয়েছেন? আলোচনা করো। ৪
CQ-4:
দরিদ্র কিশোরী শিল্পী গৃহকর্মী হিসেবে কাজ নেয় নরসিংদী শহরের এক ব্যবসায়ীর বাসায়। গৃহকর্ত্রী ওইটুকুন মেয়ের ওপর বাসার সমস্ত কাজের বোঝা চাপিয়ে দেন। রুটি বানানো, কাপড় ধোয়া, থালা-বাসন মাজা, ঘর ঝাড়-মোছা আরো কত কী! মেয়েটি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে গৃহকর্ত্রী তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দিয়ে পৈশাচিক নির্যাতন চালান।

ক. ‘মমতাদি’ গল্পের রচয়িতা কে? ১

খ. রাঁধুনী বলায় চমকে মমতাদির মুখ লাল হলো কেন? ২

গ. উদ্দীপকের কিশোরী শিল্পী ও ‘মমতাদি’ গল্পের মমতাদির সাথে গৃহকর্ত্রীর আচরণের বৈসাদৃশ্য নিরূপণ করো। ৩

ঘ. শিল্পীর প্রতি তার গৃহকর্ত্রীর আচরণ কেমন হওয়া উচিত? ‘মমতাদি’ গল্পের আলোকে তোমার মতামত দাও। ৪

CQ-5:
কানাডাপ্রবাসী জনাব রাশেদ সাহেব প্রতিবছর একবার আত্মার টানে জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। দেশে এসেই প্রথমে তিনি চলে যান নিজ গ্রাম রোজনায়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তেঁতুলিয়া নদীর ক‚লে বসে তিনি শৈশব ও কৈশোরের স্মৃতিগুলো খুঁজতে থাকেন। শৈশবে এ নদীতে সাঁতার কাটার স্মৃতি প্রবাসজীবনে তাকে ব্যাকুল করে তোলে।

ক. মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কী? ১

খ. “ভ্রান্তির ছলনে” বলতে কী বোঝানো হয়েছে? ২

গ. উদ্দীপকের রাশেদ সাহেবের সাথে “কপোতাক্ষ নদ” কবিতার কবির অনুভূতির সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। ৩

ঘ. “উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার সমগ্র ভাব প্রতিফলিত হয়েছে”।- বিচার করো।

CQ-6:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ লক্ষ জনতার সামনে ভাষণ দেন। এই ভাষণে তিনি বলেন- ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।

ক. অবুঝ শিশু কিসের ওপর হামাগুড়ি দিয়েছিল? ১

খ. পাকিস্তানিরা কেন ছাত্রাবাস উজাড় করে দিয়েছিল? ২

গ. ‘তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা’ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে রয়েছে? ব্যাখ্যা করো। ৩

ঘ. কবিতায় উল্লিখিত ‘তোমাকে আসতেই হবে’ আর উদ্দীপকের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বাক্য দুটির মূলসুর একই- মন্তব্যটির যথার্থ বিচার করো।

CQ-7:
১৯৫২ সাল। ছাত্র-জনতার শ্লোগানে শ্লোগানে রাজপথ উত্তাল। বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ণ হতে তারা দেবে না কিছুতেই। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানে তাদের মনে সঞ্চারিত হয় অপরিমেয় শক্তি ও দুর্জয় সাহস।

ক. জয়বাংলা কী? ১

খ. জয়বাংলাকে বজ্রকণ্ঠ বলা হয়েছে কেন? ২

গ. উদ্দীপকে বর্ণিত ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানটি ‘আমার পরিচয়’ কবিতার কোন বিষয়টি মনে করিয়ে দেয়? ৩

ঘ. উদ্দীপকটি কী  ‘আমার পরিচয়’ কবিতার সমগ্রভাবের প্রকাশক? তোমার মতামত বিশ্লেষণ করো।

CQ-8:
আজম সাহেব কুসুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে এলাকার ব্যাপক ক্ষতি হলে জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নানাবিধ ত্রাণসামগ্রী আসে। ত্রাণ সাহায্য নিতে আসা প্রত্যেককে আজম সাহেব নিজ হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। সবাই তাঁর প্রশংসা করতে করতে খুশি মনে বাড়ি ফেরেন।

ক. মুসাফির কতদিন ভুখা ছিল?

খ. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ - কেন?

গ. আজম সাহেব ‘মানুষ’ কবিতায় বর্ণিত যে চরিত্রের বিপরীত সত্তা তা ব্যাখ্যা করো।

ঘ. ‘মানুষ’ কবিতায় বর্ণিত ভণ্ডদের মানসিকতা পরিবর্তনে আজম সাহেবের মতো ব্যক্তিদের প্রয়োজনীয়তা অপরিসীম- মতামতটি বিশ্লেষণ করো।

সকল গল্প কবিতা নাটক উপন্যাসের লেখক এবং কবি পরিচিতি


নিচের লিংক থেকে এস এস সি ২০২৪ ব্যাচের বাংলা ১ম পত্রের যত কবিতা, গল্প, নাটক এবং উপন্যাস আছে সবার লেখক পরিচিতির নোটস পেয়ে যাবেন। এগুলো পড়লে অনেক গুলো MCQ প্রশ্নের উত্তর দিতে পারবেন। তাছাড়া সৃজনশীল প্রশ্নের ক নাম্বার জ্ঞান  প্রশ্নের উত্তর ও দিতে পারবেন।

Click Here To Download Notes



সবাইকে ধন্যবাদ আশা করি এই পোস্ট ফলো করলে তোমরা অনেক সাজেশন কমন পেয়ে যাবে প্রশ্নে।

Post a Comment

Previous Post Next Post