আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?  আশা করি সবাই ভালো আছেন।  আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি Dhakil এবং Ssc Math Suggestion 2024 All Board । যাদের সারা বছর তেমন পড়ালেখা হয় নি তারাও যদি এই সাজেশন টি শেষ করতে পারে তাহলে সেও A+ পাবে ইনশা আল্লাহ। তো দেরি না করে নিয়ে নিন এই গণিতের এই শর্ট সাজেশন আর শুরু করুন পড়াশোনা।

Ssc Math Suggestion 2024

এই সাজেশন টি এসএসসি সকল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের জন্য বানানো। তাই আপনি স্কুলে পড়েন কিংবা মাদ্রাসায় যেখানেই পড়েন না কেনো, আপনি এই গণিত সাজেশন টি অনুসরণ করতে পারবেন। এবং ইনশা আল্লাহ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কমন পাবেন।

অবজেক্টিভ এর জন্য রিসেন্ট বোর্ড এর প্রশ্নগুলো প্রাক্টিস করবেন। যেমন সকল বোর্ড  ২০১৯ সাল, সকল বোর্ড ২০২০ সালের সব বহুনির্বাচনি প্রশ্নগুলো পড়বেন।এছাড়াও ২০২২ সালের প্রশ্ন গুলো পড়তে পারেন।

কোন কোন অধ্যায় কোন কোন বিভাগে

ক বিভাগ এর প্রশ্ন যে যে অধ্যায় থেকে করা হয়

১. বাস্তব সংখ্যা
২. সেট ও ফাংশন
৩. বীজগাণিতিক রাশি
৪. সূচক ও লগারিদম
৫. এক চলকবিশিষ্ট সমীকরণ
৬. বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত
৭. দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ
৮. ধারা
ক বিভাগ থেকে মোট ৩ টি প্রশ্ন আসবে। যেকোনো ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগের জন্য যেহেতু অনেকগুলো অধ্যায় আছে তাই সব অধ্যায় পড়া লাগবে না। আমার সাজেশন অনুযায়ী অল্প কয়েকটা অধ্যায় পড়লেই হবে।

খ বিভাগে  যে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকবে

১. রেখা, কোণ ও ত্রিভুজ
২. ব্যবহারিক জ্যামিতি
৩. বৃত্ত
৪. অনুপাত, সদৃশতা ও প্রতিসমতা
৫. ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য

খ বিভাগ থেকে মোট ৩ টি প্রশ্ন আসবে।তার মধ্যে ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে। সাধারণত উপপাদ্য থেকে ২ টি সৃজনশীল এবং সম্পাদ্য থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে।

গ বিভাগে যে যে অধ্যায় থেকে প্রশ্ন আসবে তার তালিকাঃ

ত্রিকোণমিতি
দূরত্ব ও উচ্চতা
পরিমিতি
গ বিভাগে মাত্র ৩ টি অধ্যায়। এই ৩ টি অধ্যায় থেকে ৩ টি প্রশ্ন আসবে। সাধারণত একটি অধ্যায় থেকে একটি করে মোট ৩ টি প্রশ্ন আসে। এর মধ্যে ২ টি প্রশ্নের উত্তর দিতে হয়।

ঘ বিভাগে যে অধ্যায় থেকে প্রশ্ন থাকবে :

পরিসংখ্যান
ঘ বিভাগে মাত্র একটি অধ্যায় থেকে ২ টি প্রশ্ন আসবে। এই ২ টি প্রশ্ন থেকে ১ টি প্রশ্নের উত্তর দিতে হবে।তাই এই অধ্যায় টি ভালোভাবে পড়ে শেষ করতে হবে।

সৃজনশীল প্রশ্নের জন্য নিচের অধ্যায় গুলো থেকে অংক গুলো ভালো ভাবে পড়বেন। এইগুলা শেষ করতে পারলে ইনশা আল্লাহ আপনি A+ মার্ক কমন পাবেন। তাই সময় থাকতে এই গুরুত্বপূর্ণ সাজেশন টি শেষ করে ফেলুন অল্প সময়ের মধ্যে।

Ssc Math Suggestion 2024


২য় অধ্যায় :

উদাহরণ ২৩,২৫(১০০%)
২.২ এর অনুশীলনী প্রশ্ন নং- ১৫,১৬,১৮

তৃতীয় অধ্যায় :

৩.১ এর উদাহরণ ৮ (১০০%)
অনুশীলনী প্রশ্ন নং- ১৩,১৪
৩.২ এর উদাহরণ ১৬,১৭

Also read

Ssc English 1st Paper Suggestion 2024 All Board | Dakhil English suggestion

চতুর্থ অধ্যায় :

৪.১ এর অনুশীলনী প্রশ্ন নং- ২১,২২
৪.২ এর উদাহরণ ১০
অনুশীলনী প্রশ্ন নং- ৪(গ)
সৃজনশীল নং ৫

একাদশ অধ্যায় :

উদাহরণ ৬,১১

ত্রয়োদশ অধ্যায় :

১৩.১ এর অনুশীলনী প্রশ্ন নং- ৮,১৫,১৬
১৩.২ এর অনুশীলনী প্রশ্ন নং- ৮,১০,১১
এছাড়া সৃজনশীল বুঝতে হলে রাজশাহী বোর্ড ২০২২, বরিশাল বোর্ড ২০২২ এর সৃজনশীল ২ টা করতে হবে।

Chapter 2.2

২৩. y=f(x)=(4x-7)/(2x-4) একটি ফাংশন


ক) f(-1/2) এর মান নির্ণয় কর।

খ) {f(x)+2}/{f(x)-1} এর মান নির্ণয় কর।

গ) দেখাও যে, f(y)=x


Chaoter 4.1

২১. P=xa, Q=xএবং R=xc

) Pbc.Q-ca এর মান নির্ণয় কর।

) (Q/P)a+b(Q/R)b+c÷2(RP)a-c এর মান নির্ণয় কর।
দেখাও যে, (P/Q)a2+ab+b2(Q/R)b2+bc+c2(R/P)c2+ca+a2=1

ষষ্ঠ অধ্যায় :

অনুশীলনী প্রশ্ন নং- ১৭, সৃজনশীল নং- ১৯,২০.

সপ্তম অধ্যায় :

সম্পাদ্য -১, ২,৩
সামান্তরিক অংকন, ট্রাফিজিয়াম অংকন

সৃজনশীল এর জন্য -
ঢাকা বোর্ড ২০২২, চট্টগ্রাম বোর্ড ২০২২, যশোর বোর্ড  ২০২৩ এই ৩ টা বোর্ডের যে প্রশ্নগুলো  সপ্তম অধ্যায় থেকে এসেছিল। সেই প্রশ্ন গুলো করলে এই অধ্যায় থেকে সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে।

অষ্টম অধ্যায় :

উপপাদ্য - ২০ (১০০%)
উপপাদ্য - ২৩ (১০০%)
উপপাদ্য - ১৮,১৯ (৯৯%)
উপপাদ্য -১, ২,৩,৭
সৃজনশীল - ৮.৪ এর ৫ নং সৃজনশীল।

অধ্যায় ১৫:

অনুশীলনী প্রশ্ন নং- ১৫, সৃজনশীল নং - ১৭ এবং উপপাদ্য ৩৮.


 Chaopter 15

১৭. PQR এ QD একটি মধ্যমা।

ক) উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁক।

খ) প্রমাণ কর, PQ2+QR2=2(PD2+QD2).

গ) যদি PQ=QR=PR হয়, তাহলে প্রমাণ কর, 4PD2=3PQ2.

 

নবম অধ্যায় :

৯.১ এর উদাহরণ ১১ (১০০%)
৯.১ এর কাজ গুলো।
অনুশীলনী প্রশ্ন নং- ১৫,১৬,১৭(১০০%),১৯,২১,২২, সৃজনশীল ২৫ এর খ (১০০%)

৯.২ এর  অনুশীলনী প্রশ্ন নং - ২০,২৩,২৫,২৬, সৃজনশীল ২৯।
x ও y এর মান নির্ণয় করা।

দশম অধ্যায় :

উদাহরণ -১১
২০২ পেইজ এর কাজ,
অনুশীলনী প্রশ্ন নং- ১৬,১৭,১৮
সৃজনশীল ২৫ এর খ

১৬ তম অধ্যায় :

১৬.১ এর উদাহরণ ৩,৪
১৬.২ এর উদাহরণ ১৩,১৪
অনুশীলনী প্রশ্ন নং- ৫,৮

Ssc Math Suggestion 2024
Ssc Math Suggestion 

সপ্তদশ অধ্যায় :

এই অধ্যায় থেকে গড়, মধ্যক, প্রচুরক বের করা শিখে নিবা। আবার আয়তলেখ অংকন, গনসংখ্যা বহুভুজ অংকন, অজিভ রেখা অংকন শিখে নিবা।
এছাড়াও বিগত সালের কিছু প্রশ্ন সমাধান করবা।

পরিক্ষার কয়েকদিন আগে সকল বোর্ড ২০২০ সালের প্রশ্ন গুলো করবেন। এইগুলো অনুশীলন করলে আপনার পুরো সাজেশন এই অনুশীলন করা হয়ে যাবে। এই কাজ টা করবেন শুধু মাত্র পরীক্ষার ২/৩ দিন আগে থেকে। এর আগে এসএসসি গণিত সাজেশন ২০২৪ পুরোটা শেষ করবেন।

Ssc math suggestion videos:

এসএসসি গণিত সাজেশন ২০২৪ এর  পিডিএফ ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করুন।

ssc math suggestion 2024 download link:

Ssc Math Suggestion 2024 all board

আর যার যার বোর্ডের গত বছরের প্রশ্ন স্কিপ করতে পারেন। তবে খ বিভাগ এর ক্ষেত্রে কোনো প্রশ্নই স্কিপ করবেন না।কেননা জ্যামিতি গত বছরের প্রশ্ন এই বছরও আসতে পারে।  আর বেশি বেশি অনুশীলন করতে থাকবেন।ইনশা আল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে।সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পোস্ট টি পড়ার জন্য। অন্য আর কোন বিষয়ে আপনাদের সাজেশন লাগবে আমাদের জানান।আমরা সে অনুযায়ী সাজেশন আপনাদের দিয়ে দিবো।...


Post a Comment

Previous Post Next Post