আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে এসএসসি পরীক্ষা ২০২৪ এর রেজাল্ট আগামী ১২ ই মে রোজ রবিবার সকাল ১১ টায় দিবে। আপনারা কিভাবে সবার আগে এস এস সি রেজাল্ট দেখবেন সেটাই আজকে শিখিয়ে দিব৷ আজকে আপনাদেরকে অনেকগুলো পদ্ধতি দেখিয়ে দিব Ssc Result 2024 দেখার জন্য। যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারাও আজকের নিয়ম অনুসরণ করে সবার আগে রেজাল্ট দেখতে পারবেন। আবার যারা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছেন তারাও এই পদ্ধতি অনুযায়ী রেজাল্ট দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে সবার আগে Ssc Result 2024 দেখবো।
Ssc result 2024 কবে দিবে
ইতিমধ্যে বেশিরভাগ শিক্ষাবোর্ড এই নোটিশ এর মাধ্যমে নিশ্চিত করেছে যে এসএসসি পরীক্ষা ২০২৪ এর ফলাফল ১২ মে দিবে। আগামী ১২ ই মে ২০২৪ এ সকাল ১১:০০ টায় সারা বাংলাদেশে এই ফলাফল প্রকাশিত হবে।তাই যারা পরীক্ষার্থী আছেন তারা ১২ তারিখে পরীক্ষার ফলাফল দেখার জন্য প্রস্তুত থাকিয়েন। আর ফলাফল প্রকাশিত সাথে সাথে দেখার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করবেন।ssc result with marksheet
আপনি এস এস সি পরীক্ষার ফলাফল অনেকগুলো ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।কিন্তু সব ওয়েবসাইট থেকে মার্কশীট সহ ফলাফল দেখতে পারবেন না। আপনি কয়েকটা বোর্ড এর মার্কশীট সহ ফলাফল দেখতে পারবেন Educationboardresults থেকে।কিন্তু আপনি সব বোর্ড এর রেজাল্ট মার্কশীট সহ দেখতে পারবেন না এই ওয়েবসাইট থেকে। যেমন কুমিল্লা বোর্ড এর মার্কশীট সহ ফলাফল দেখতে হলে আপনাকে কুমিল্লা বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।ঢাকা বোর্ড এর মার্কশীট সহ ফলাফল আপনি educationboardresult থেকেই দেখতে পারবেন।তাই আমি আজকে সকল বোর্ড এর ssc result marksheet with number কিভাবে দেখবেন সেটা দেখিয়ে দিব।Ssc result check 2024
এখন আমরা দেখবো কিভাবে ফলাফল অনলাইনের মাধ্যমে দেখবেন। সকল বোর্ড এর রেজাল্ট দেখার জন্য আমরা ২ টি ওয়েবসাইট ব্যবহার করবো। এই ২ টি ওয়েবসাইট দিয়ে আপনি সব কয়টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ডে এবং কারিগরি বোর্ড এর রেজাল্ট দেখতে পারবেন।তার বাহিরে প্রত্যেকটি বোর্ড এর জন্য আলাদা আলাদা ভাবে কিভাবে এস এস সি ফলাফল দেখবেন সেটা নিচে দেখিয়ে দিব।1. www.educationboardresults.gov.bd
প্রথমে এই লিংকে প্রবেশ করবেন।
তারপর Examination এর ঘরে সিলেক্ট করবেন ssc/dakhil.
তারপরের ঘরে আপনি পরীক্ষার সাল সিলেক্ট করবেন, সেক্ষেত্রে আপনি ২০২৪ সিলেক্ট করবেন।
তারপর আপনি কোন বোর্ড এর স্টুডেন্ট সেটা সিলেক্ট করবেন।
তারপরের ঘরে আপনার পরীক্ষার রোল নং লিখবেন।
এর নিচের ঘরে আপনি আপনার রেজিষ্ট্রেশন নাম্বার লিখবেন।
তার নিচের ঘরে ছোট একটা যোগ করে বসাবেন,যেমন - 4+4=8
তারপর সাবমিট বাটুন এ ক্লিক করলে আপনার ফলাফল দেখতে পারবেন। এই ওয়েবসাইট থেকে বাংলাদেশের সকল বোর্ড এর রেজাল্ট দেখতে পারবেন।
2. https://eboardresults.com/bn/ebr.app/home/
eboardresults থেকেও আপনি এস এস সি সকল বোর্ড এর রেজাল্ট দেখতে পারবেন। এর জন্য প্রথমে https://eboardresults.com/bn/ebr.app/home/ ওয়েবসাইটে প্রবেশ করবেন।
তারপর পরীক্ষার নাম হিসাবে এসএসসি/দাখিল/সমমান সিলেক্ট করবেন।
তারপরে পরীক্ষার সাল দিবেন ২০২৪।
এর পরের ঘরে দিবেন আপনার বোর্ডের নাম।
তারপর ফলাফলের ধরণ হিসাবে একক/বিস্তারিত ফলাফল সিলেক্ট করবেন।
তারপর আপনার পরীক্ষার রোল নাম্বার লিখে দিবেন।
এর পরের ঘরে আপনার রেজিষ্ট্রেশন নাম্বার বসাবেন।
অবশ্যই সবগুলো তথ্য ইংরেজিতে দিবেন,নাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না।
এরপর সিকিউরিটি কোড বসাতে হবে ছবি দেখে।৪ সংখ্যার সিকিউরিটি কোড বসাবেন ইংরেজিতে।
তারপর ফলাফল দেখুন এ ক্লিক করলেই আপনার ফলাফল দেখতে পারবেন। এখানে আপনার মার্কশীট সহ ফলাফল দেখে নিতে পারবেন। যদি কোনো বোর্ড এর মার্কশীট সহ ফলাফল এইখানে না দেখা যায় তাহলে সেই বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন।
Ssc Institute result 2024
https://eboardresults.com/bn/ebr.app/home/ এর মাধ্যমে আপনি চাইলে পুরো স্কুল বা মাদ্রাসার ফলাফল বের করতে পারবেন। এর জন্য আগের মতো এই ওয়েবসাইটে ঢুকে ফলাফলের ধরণ হিসাবে প্রতিষ্ঠানের ফলাফল সিলেক্ট করবেন।
তারপরের ঘরে আপনার স্কুল বা মাদ্রাসার EIIN Number বসাবেন। এরপর ৪ সংখ্যার সিকিউরিটি কোড বসাবেন। তারপর ফলাফল দেখুন এ ক্লিক করলেই পুরো স্কুলের রেজাল্ট দেখতে পারবেন।
ssc result 2024 dhaka board
ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd- এ ঢুকে Result কর্নার - এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result দেখতে পারবেনRead Now: আইপিএল খেলা ফ্রিতে দেখার উপায়
Ssc Result Check 2024 by telegram
ssc result 2024 cumilla board
কুমিল্লা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।Institute
https://result19.comillaboard.gov.bd/s2023/individual/index.php
Individual
Ssc result 2024 Comilla board with Marksheet
Chittagong board
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://sresult.bise-ctg.gov.bd/s24/individual/
Mymensingh board result
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://www.mymensingheducationboard.gov.bd/results
Rajshahi Board results
রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://rajshahieducationboard.gov.bd/
Ssc Result Barisal board
বরিশাল শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://www.barisalboard.gov.bd/#
Jessore board
যশোর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।http://jessoreboard.gov.bd/
Dinajpur board
দিনাজপুর শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।http://result.dinajpurboard.gov.bd/ssc_result2018/
Madrasah board
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://bmeb.ebmeb.gov.bd/
Technical board
কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবেন।https://bteb.gov.bd/site/page/a34671e3-a81c-4927-834f-19d6afc41217/%E0%A6%8F%E0%A6%B8,%E0%A6%8F%E0%A6%B8,%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F
Ssc result 2024 with api
EDUCATION BOARD STUDENT INFO API এর মাধ্যমে কিভাবে এস এস সি রেজাল্ট দেখবেন সেটা দেখে নিন। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যে সবার রেজাল্ট দেখতে পারবেন। এসএসসি রোল নং ব্যবহার করে যেকোনো স্টুডেন্ট এর রেজাল্ট সহ ফুল ইনফরমেশন বের করতে পারবেন এই এপিআই দিয়ে। রেজাল্ট দেখার সময় সার্ভার ডাউন থাকলেও এই এপিআই দিয়ে আপনি সহজেই রেজাল্ট দেখতে পারবেন । এটা Education বোর্ড এর সাথে কানেক্টেড থাকার কারণে সবার রেজাল্ট দেখতে পারবেন।https://apis.neopandora.com/bresult_v1/data.php?board=dhk&exam=ssc&year=2023&roll=222334
এই লিংক টি কপি করে নিবেন। তারপর কপি করা লিংকে 222334 এর যায়গা তে আপনার রোল নাম্বার দিবেন। dhk এর যায়গা তে আপনার বোর্ড এর শর্ট নাম দিবেন। এক্সামের সাল 2023 এর যায়গাতে 2024 লিখে যেকোনো একটি ব্রাউজার এ পেস্ট করবেন। দেখবেন এডিট করা লিংকে প্রবেশ করলেই আপনার ডিটেইলস সহ এসএসসি রেজাল্ট দেখতে পারবেন।
Read Now: আইপিএল খেলা ফ্রিতে দেখার উপায়
Board short name for api :
- bar [Barishal]- raj [Rajshahi]
- jes [Jessore]
- syl [Sylhet]
- ctg [Chittagong]
- mad [Madrasha]
- dhk [Dhaka]
- din [Dinajpur]
- mym [Mymensingh]
- cum [Cumilla]
Ssc Result check 2024 by sms
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার ফল প্রকাশের পর SMS- এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। এর জন্য নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC Board_name ( first 3 letters ) Roll Year
এই নিয়মে লেখার পর পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ হিসাবে যদি ধরি আমি কুমিল্লা বোর্ড এর স্টুডেন্ট এবং আমার রোল নং 170677। তাহলে আমার রেজাল্ট পেতে লিখতে হবে-
SSC Com 170677 2024
এবং পাঠাতে হবে 16222 নাম্বারে।
Technical Board এর রেজাল্ট দেখার নিয়ম
SSC TEC 170677 2024এবং এসএমএস পাঠাতে হবে 16222 নাম্বারে।
Madrasah Board রেজাল্ট দেখার নিয়ম :
DAKHIL MAD 170677 2024
এবং এসএমএস পাঠাতে হবে 16222 এই নাম্বারে।প্রতি এসএমএস এর জন্য চার্জ ২.৬৭ টাকা।
আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো বোর্ড এর শর্ট নাম লিখে দিলাম-
Education Board Name --Fast Three Letters
Technical Education Board---TECComilla Education Board---COM
Dhaka Education Board---DHA
Chittagong Education Board---CHI
Sylhet Education Board---SYL
Rajshahi Education Board---RAJ
Barisal Education Board---BAR
Dinajpur Education Board---DIN
Madrasa Education Board ---MAD
Jessore Education Board---JES
Mymensingh Education Board---MYM
আশা করি আপনারা সবাই Ssc Result 2024 কিভাবে দেখবেন বুজতে পেরেছেন।যদি তারপরেও কেউ রেজাল্ট দেখতে না পারলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।আমরা আপনাদের রেজাল্ট বের করে দিব।সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পোস্ট টি পড়ার জন্য।.
Post a Comment